দেওয়ানগঞ্জ উপজেলাধীন হাতীভাংগা ইউনিয়নে কাঠারবিল ও অত্র এলাকার কতিপয় সমাজসেবক ব্যক্তিগন এলাকার শিক্ষা বিস্তারের প্রয়োজন মনে করে হাতীভাংগা ইউনিয়নে কাঠারবিল গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে স্বাদিচ্ছার মতামত প্রকাশ করেন। তৎকালীন সময়ে এলাকার স্বনামধন্য ব্যক্তি মরহুম আ: বারী চৌধুরী সাহেব সকলের সহযোগীতায় এক একর জমি প্রদান করে ১৯৬৮ সালে বিদ্যালয়টির ভিত্তি স্থাপন করেন। ১৯৮১ইং সালে বাংলাদেশ সরকার বিদ্যালয়টিকে হাতীভাংগা আফরোজা বেগম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করেন। পরবর্তী সময়ে অবকাঠামো ও আনুষাংগিক ব্যয় নির্বাহ পরিচালনা করার জন্য অত্র এলাকার উৎসাহী ব্যক্তিগনের সমর্থনে মরহুম জসিম উদ্দিন সরকার সাহেব তার মায়ের নামে ২.৪১ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। তাই তার মায়ের নাম অনুসারে বিদ্যালয়টির নাম হাতীভাংগা (আফরোজা বেগম) এ বি উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ১৯৮৬ইং সালে উক্ত বিদ্যালয়টিকে হাতীভাংগা এ বি উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে উক্ত বিদ্যালয়টি সুষ্ঠ ও মনোরম পরিবেশে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস